BangladeshConflictPolitics
গ্যাসের দাম বাড়ানো মেনে নেবে না বিএনপি; ফখরুলের হুঁশিয়ারি
Ns News Online Desk: গ্যাসের দাম বাড়ানো মেনে নেবে না বিএনপি। স্বাধীনতা দিবস পালনের কর্মসূচি নির্ধারণে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এ হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, দাম বাড়ানো হলে দলের সামর্থ অনুযায়ী আন্দোলন করবেন তারা।পরে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই দিবসটি অনেক গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তবে এবার তারা এমন স্বাধীনতা উদযাপন করতে যাচ্ছে যেখানে হাজার হাজার মানুষ গণতন্ত্র রক্ষা করতে গিয়ে কারাবন্দি।
বিএনপি মহাসচিব জানান, গনতন্ত্র পুনরুদ্ধার ও বেগম জিয়ার মুক্তির দাবি নিয়ে ৭ দিন ব্যাপি কর্মসূচি পালন করবেন তারা।
এ সময় তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার রিপোর্ট সঠিক ও মানুষের মনের কথা বলেছে।