AccidentCondolenceDisasterWorld

চীনে দাবানল নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩০ কর্মী নিহত

Ns News Online Desk:Ns News Online Desk: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিচুয়ান প্রদেশের এক বনে লাগা দাবানলের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩০ কর্মী নিহত হয়েছেন। সোমবার চীন সরকার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

শনিবার বনটিতে আগুনের সূত্রপাত হয়। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সিচুয়ান প্রদেশের পর্বতাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর জন্য সেখানে যায়। রোববার হঠাৎ করে বাতাস উল্টো দিক থেকে প্রবাহিত হতে শুরু করে। এতে আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে নিহত হন তারা। শানজির প্রায় নয় হাজার বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে

আগুন নিয়ন্ত্রণে দেশটির ৭০০ ফায়ার সার্ভিস কর্মী কাজ করছে। ওই প্রদেশের টিভি সংবাদে বলা হয়, ৩০ ফায়ার সার্ভিস কর্মী নিহতের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সোমবার তাদের মৃতদেহ পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে।

Related Articles

Back to top button