বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (১১ মার্চ) যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নিয়োগ পাওয়া হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবার্ট চ্যাটার্টন ডিকসন এলিসন ব্লেকের স্থলাভিষিক্ত হলেন।
এলিসন ব্লেক বাংলাদেশে তার দায়িত্ব সম্পন্ন করে অপর একটি কূটনৈতিক কার্যক্রমে স্থানান্তরিত হয়েছেন। চলতি মাস থেকেই রবার্ট চ্যাটার্টন ডিকসন যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
News#somoyNewstv