ExclusiveHealth

প্রথম সন্তান জন্মের মাত্র ২৬ দিন পর ফের প্রসব তরুণীর কোলে আরো দুটি সন্তান-

Ns News Online Desk:Ns News Online Desk: যমজ সন্তানের জন্ম নতুন কোনও ঘটনা নয়৷ সেক্ষেত্রে সদ্যোজাতদের মধ্যে কয়েক মিনিটের ব্যবধান থাকে৷ কিন্তু প্রথম সন্তান জন্মের পর মাত্র ২৬ দিনের ব্যবধানে আবারও প্রসব! তাও আবার যমজ সন্তানের জন্ম৷ এমন শুনেছেন কখনও? বিরল হলেও, এমনই অবাক করা ঘটনার সাক্ষী বাংলাদেমের পদ্মাপাড়ের বছর কুড়ির ওই প্রসূতির কাহিনি এখন রীতিমতো চর্চার বিষয়৷

যশোরের বাসিন্দা সুমনের সঙ্গে বছর কয়েক আগে বিয়ে হয় আরিফার৷ আট-ন’মাস আগে ওই দম্পতির কাছে আসে সুখবর৷ তাঁরা জানতে পারেন, শ্রমিক পরিবারে আসতে চলেছে খুদে সদস্য৷ রীতিমতো প্রস্তুতি শুরু হয়ে যায়৷ সংসারে টানাটানি রয়েছে ঠিকই৷ তবে অন্তঃসত্ত্বা স্ত্রী’র যত্নে কোনও খামতি রাখেননি সুমন৷ দিব্যি আদর যত্নে ছিলেন আরিফা৷ নিয়ম মেনে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাও করাতেন তিনি৷ মাসখানেক আগে আচমকাই প্রসব যন্ত্রণা শুরু হয় আরিফার৷ তাঁকে ভর্তী করা হয় হাসপাতালে৷ নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি৷ প্রথম কয়েকদিন অসুস্থ থাকলেও, আপাতত সুস্থ ছিলেন সদ্যোজাত-মা দু’জনেই৷  নতুন মা আরিফা দিব্যি তাঁর সদ্যোজাতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন৷ বাড়ির লোকজনও বেজায় খুশি৷

কিন্তু এরই মাঝে নতুন বিপত্তি৷ প্রথম সন্তান জন্মের ছাব্বিশ দিনের মাথায় আবারও অসুস্থ হয়ে পড়েন আরিফা৷ পেটের যন্ত্রণা শুরু হয় তাঁর৷ কী হয়েছে গৃহবধূর, তা কিছুতেই বুঝতে পারছিলেন না তাঁর পরিজনেরা৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরিফাকে৷ চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষার পর বুঝতে পারেন, প্রসব যন্ত্রণা হচ্ছে তাঁর৷ অস্ত্রোপচার করেন চিকিৎসকরা৷ এবার এক পুত্রসন্তান এবং এক কন্যাসন্তানের জন্ম দেন আরিফা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button