ফার্মগেটে হোটেল থেকে তরুণ-তরুণীর মৃতদেহ উদ্ধার
Ns News Online Desk: বাংলাদেশের রাজধানীর ফার্মগেটের সম্রাট হোটেলের একটি কক্ষ থেকে তরুণ-তরুণীর মৃতদেহ উদ্ধার করছে পুলিশ।
মঙ্গলবার (০২ এপ্রিল) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মাজহারুল ইসলাম বলেন, বেলা তিনটার দিকে হোটেল থেকে মরদেহ দুটি দরজা ভেঙে উদ্ধার করা হয়। ওই তরুণের নাম আমিনুল ইসলাম। তিনি তেজগাঁও কলেজের শিক্ষার্থী। আর মরিয়ম চৌধুরী নামের ওই তরুণী ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। হোটেলে দেওয়া আইডি কার্ড থেকে তাঁদের এই পরিচয় জানা গেছে।
তেজগাঁও থানার ওসি বলেন, সোমবার স্বামী-স্ত্রী পরিচয়ে এই দুজন হোটেলে ওঠেন। আজ দুপুর পর্যন্ত তাদের সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। দরজা ভেঙে বিছানা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তরুণ-তরুণীর বাবা-মাকে খবর দেওয়া হয়েছে।