বাংলাদেশের রাজধানীর উত্তরায় ২ গৃহকর্মীর লাশ উদ্ধার
Ns News Online Desk: বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় দুই গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার জসিমউদ্দিন রোডের একটি বাসা থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। নিহতরা হলেন গৃহকর্মী হালিমা (১৪) ও রুবি (১৭)। ছয়তলা একটি ভবন থেকে একতলা ভবনের ছাদে পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে; তবে এটা আত্মহত্যা, না হত্যা- সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, উত্তরা পশ্চিম থানা এলাকার জসিম উদ্দিন রোডের ৪০ নম্বর বাসায় ষষ্ঠ তলায় গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ মাজেদের বাসায় গৃহকর্মী ছিল ওই দুজন। ওই বাসার সিসি ক্যামেরায় দেখা যায় গত রাত সাড়ে ৩টার দিকে ওই দুই কিশোরী বাসা থেকে বের হয়ে ছাদের দিকে যায়। কিন্তু ছাদের কোনো দৃশ্য ওই ক্যামেরায় ধরা পড়েনি। বুধবার ভোরের দিকে ওই ভবনের পশ্চিম দিকে একটি একতলা বাড়ির ছাদ থেকে তাদের আহত ও অচেতন অবস্থায় উদ্ধার করে ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান নৈশপ্রহরীরা। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসকতাদের মৃত ঘোষণা করেন। তাদের শরীরে কয়েক জায়গায় আঘাতের চিহ্ন আছে।
ওসি বলেন, ছাদে গিয়ে তারা পাশের ছাদে লাফিয়ে পড়েছিল কি না, বা অন্য কেউ তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কি না- সেসব প্রশ্নের উত্তর এখনও আমরা পাইনি। উঁচু থেকে পড়ার কারণে মেয়ে দুটির হাত ও পা ভেঙে গেছে। তাদের মৃত্যুর সঙ্গে অন্য কিছু আছে কি না- ময়নাতদন্তে হয়ত সে তথ্য জানা যাবে।