ConflictCrimeLaw EnforcerWorker

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে ঢাকায় একজন গ্রেপ্তার

Ns News Online Desk:Ns News Online Desk: বাংলাদেশের রাজধানীর ভাটারায় বিয়ের কথা বলে এক নারী পোশাক শ্রমিককে (২৫) ধর্ষণের অভিযোগে রুস্তম আলী খান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ভাটারা থানার ডিউটি অফিসার এসআই আলতাফ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রুস্তুমের গ্রামের বাড়ি ঝালকাঠি। জানা গেছে, ধর্ষণের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নারীকে ব্ল্যাকমেইল করার চেষ্টাও করেছে রুস্তুম। সেই নারীকে মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ওই নারী শ্রমিক মামলার এজাহারে অভিযোগ করেছেন, রুস্তুম নামে এক ব্যক্তির সঙ্গে মহাখালীর একই পোশাক কারখানায় চাকরি করার সুবাদে তার পরিচয় হয়। ছয়মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক চলে। পরে রুস্তুম তাকে বিয়ে করার কথা বলে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ ১৩ এপ্রিল একটি আবাসিক হোটেলে বিয়ের কথা বলে তাকে আবারও ধর্ষণ করে রুস্তুম। পরে ধর্ষণের শিকার ওই নারী বিয়ের কথা বললে রুস্তম অস্বীকৃতি জানায়। প্রতারিত হয়ে তিনি থানায় মামলা করেন।

Related Articles

8 Comments

  1. Aw, this was an incredibly nice post. Spending some time and actual effort
    to generate a very good article… but what can I say… I
    procrastinate a lot and don’t manage to get nearly anything done.
    I saw similar here: Najlepszy sklep

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button