Ns News Online Desk:চলতি ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশ পেসার মাশরাফি মর্তুজা। কিন্তু হুট করে ছন্দপতন হয় তার। টানা তিন ম্যাচে উইকেট পাননি। তবে বুধবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তিন উইকেট নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
ছুঁয়ে ফেলেছেন দারুণ এক মাইলফলক। তিন উইকেটের প্রথমটি নিয়েই লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করলেন তিনি। দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে এই কীর্তি গড়লেন ম্যাশ! এরআগে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবার আগে চারশ’ পূর্ণ করেন বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক।
রাজ্জাকও এই কীর্তি গড়েছেন এবারের ডিপিএলের আসরে। রাজ্জাক চারশ’ উইকেট নিয়েছেন ২৬৯ ম্যাচ। মাশরাফির লেগেছে ২৮৭ ম্যাচ। এবারের ডিপিএলে মাশরাফি এখন পর্যন্ত নিয়েছেন ১৩ উইকেট। মাইলফলক থেকে ১১ উইকেট দূরে থেকে আসর শুরু করেন তিনি।