ConflictCrimePolitics

রাজনৈতিক নেতারা কেন দুর্নীতিবাজ হবেন? প্রশ্ন গণপূর্তমন্ত্রীর

Ns News Online Desk:Ns News Online Desk:রাজনীতিবিদদের কল্যাণের পথে শামিল হওয়ার আহ্বান জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘মানুষের কল্যাণেই রাজনীতি করা উচিত। রাজনৈতিক নেতারা কেন দুর্নীতিবাজ হবেন? তাঁদের বিরুদ্ধে কেন দুর্নীতির মামলা হবে? রাজনীতিতে প্রতিপক্ষ থাকতে পারে কিন্তু কেউ যেন শত্রু না হয়। তাদের সঙ্গে রাজনীতির মতাদর্শ নিয়ে আলোচনা, যুক্তি উপস্থাপন, খণ্ডন হতে পারে; শত্রুতা নয়। এভাবেই আমরা রাজনীতি করতে চাই। গুণগত মান এবং সৃজনশীলতার রাজনীতি ছাড়া মানুষের কল্যাণ হতে পারে না।’ গতকাল শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ কংগ্রেস আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা চাই যারা ধ্বংসের, সাম্প্র্রদায়িকতার ও স্বাধীনতাবিরোধী রাজনীতি করে তাদের বিনাশ হোক। আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি দেখতে চাই। সেখানে যে দল ক্ষমতায় থাকবে তারাও মুক্তিযুদ্ধের সপক্ষের, আবার বিরোধী দলও মুক্তিযুদ্ধের সপক্ষের হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘যাঁরা দেশের উন্নয়নে বাধা দেন, রাজনীতির নামে পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারেন, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করে দেন, মানুষের গণতান্ত্রিক চলার পথে বাধা সৃষ্টি করেন তাঁদের রাজনীতি বাংলাদেশে বেশি দিন থাকবে না। আমরা তাঁদের বলতে চাই, আপনারা ভুল পথ থেকে ফিরে আসুন। তা না হলে এক সময় মুসলিম লীগের মতো আপনাদের অস্তিত্বও দুরবিন দিয়ে খুঁজতে হবে।’

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button