AccidentCondolenceHealthReligionTravel

Careful insinuation during Eid for all Bangladehi

Ns news EditorNsnews–#আমরা প্রতি বছর সতর্ক করি বাংলাদেশের দুই ঈদে যানবাহনের যাত্রীদের ঈদের আগে পরে তিনদিন যাত্রাকালে গাড়ির চালকের লাইসেন্স আছে কিনা তা যাচাই করতে,কারণ চালকেরা এই সময়টুকুতে আরাম আয়াসে দিন কাটায়, এই সুযোগে আনাড়ি চালক বা হেলপার গাড়ির চালকের সিটে বসে গাড়ি চালানোর দায়িত্ব নিয়ে থাকে, মালিকেরাও টাকার লোভে আনাড়ি চালকের হাতে গাড়ির চাবি তুলে দেয় আর এর ফলে অসংখ্য লোকের প্রাণহানী, এমনকি অনেক স্থানে আনাড়ি চালকের কারণে বাস উঠে যায় কার বা মাইক্রো এর উপর, এতে অনেক পরিবারের সকল সদস্যদের প্রাণ হারানোর অসংখ্য চিত্র ভেসে আসে, এবারও কয়েকটি দূর্ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে যে কারণে ঈদ আনন্দ ওদের স্বজনদের কাছেও বিলীন হয়ে যাচ্ছে, তাই যাত্রীদের সতর্ক হওয়া জরুরী।
২) আমরা সতর্ক করেছি শিশু কিশোর কিশোরীদের অভিভাবকদের- শহর থেকে শিশু কিশোরেরা যখন গ্রামের বাড়িতে গিয়ে সকলের সাথে আনন্দ উল্যাসে মেতে উঠে তখন সুযোগ বুঝে পুকুর ও ডোবায় নেমে যায়, যেহেতু তারা সাঁতার জানেনা অথবা শিশুরা বাবা মায়ের অসতর্কতার কারণে পানিতে পড়ে বা নেমে ডুবে প্রাণ হারায় তখন আনন্দের পরিবর্তে নেমে আসে শোকের ছায়া, আদরের সন্তানদের নিয়ে ঈদ আনন্দে মেতে উঠে অসতর্কতার কারণে শোক নিয়ে খালি হাতে শহরে ফিরে, আর সেই হারানো শোক কখনো নিবারণ করা সহজ হয়না, তাই প্রতি ঈদের মতো এবারও বলছি উপরে উল্লেখিত দুই টি বিষয়ে প্রত্যেক ঈদে যানবাহনে আসা যাওয়া ও গ্রামের বাড়িতে অবস্থান কালে সবদিক দিয়ে সতর্ক থাকুন এবং ভবিষ্যতেও থাকবেন স্বজন হারানোর ব্যথা মন থেকে সহজে মুছে ফেলা যায়না। Editor nsnews USA..

Related Articles

Back to top button